নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় মামুন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার এ তথ্য জানায়।
ডিএমপির পক্ষ থেকে আরো জানানো হয়, গোপন সংবাদে সোমবার রাতে থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে বালুর মাঠের বটতলায় অভিযান পরিচালনা করে পুলিশ। সেখান থেকে অস্ত্র উদ্ধার ও মামুনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।