বিদ্যুতের মিটার রিডারদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে বাধা ॥ পুলিশের সাথে ধস্তাধস্তি

আল-আমীন,মেহেরপুর:
মেহেরপুর পল্লী বিদ্যুত্ অফিসের মিটার রিডারদের চাকরি স্থায়ীকরণের দাবিতে লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালনের সময় পুলিশ বাধা দিলে উত্তেজিত অবস্থান ধর্মঘটকারী মিটার রিডারদের সাথে পুলিশের সাথে ধস্তা-ধস্তি হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মেহেরপুর পল্লী বিদ্যুত অফিসের প্রধান কার্যালয়ের সামনে ২য় দিনের মত কর্মবিরতি ও ধর্মঘট পালন করতে চাইলে পুলিশ তাতে বাধা প্রদান করে। এ সময় অবস্থান ধর্মঘট পালনকারীরা পুলিশের বাধা ঠেলে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পল্লী বিদ্যুৎ-এর প্রধান ফটকের সামনে মিটার রিডাররা চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন সহ বিক্ষোভ করতে থাকেন।
মিটার রিডাররা অভিযোগ করে বলেন, ছাঁটাই বন্ধকরণ, নিয়োগ প্রক্রিয়া চালু ও চাকরি নিয়মিতকরণসহ ৬দফা দাবীতে তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি ও ধর্মঘট চলবে বলে তারা জানান।
মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধূরী ঘটনার সত্যতাতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।