বিদ্যুৎ বিল বকেয়া : প্রাক্তন ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান সামছুদ্দিন হিলালীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে কলমাকান্দা উপজেলার কৈলাটী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, পল্লী বিদ্যুতের বিল বকেয়া থাকায় তার বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।