বিধানসভা নির্বাচনঃ তৃণমূল মন্ত্রীর উপর হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে বিধানসভা নির্বাচন কেন্দ্রকে করে পশ্চিমবঙ্গে তৃণমূল প্রার্থী ও সংখ্যালঘু বিষয়ক উন্নয়নমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা বিজেপি কর্মীদের হামলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার সময় কলকাতা শহর থেকে বাড়ির দিকে ফেরার পথে পশ্চিমবঙ্গের হামলার শিকার হন তিনি।

সাথে সাথে মমতার দল তৃণমূল কংগ্রেস অভিযোগ করে বলে, পরাজয়ের ভয়ে বিজেপি নেতা-কর্মীরা গিয়াসউদ্দিন মোল্লার উপর হামলা চালিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মোদির দল বিজেপি। এ ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি বজায় করছে এলাকায়।

গিয়াসউদ্দিন মোল্লা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। মঙ্গলবার (৬ এপ্রিল) এই কেন্দ্রের ভোটগ্রহণ হয়। সেখানে উস্তি থানার দিয়ারক এলাকায় বুধবার সকালে বোমা হামলার ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় রাজারহাটের কাছে গাড়ি থামিয়ে ঘটনাস্থলে যান গিয়াসউদ্দিন।

মগরাহাট পশ্চিম যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসানের অভিযোগ, সে সময় স্থানীয় পার্টি অফিস থেকে বিজেপির কর্মীরা লাঠি হাতে বেরিয়ে আসে। এরপর গিয়াসউদ্দিন মোল্লার মাথায় আঘাত করে। তার গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে বিজেপির অভিযোগ, উস্তি থানার দিয়ারক এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালায় তৃণমূল কর্মীরা। বুধবার সকালে আক্রান্ত কর্মীর বাড়িতে যান বিজেপি নেতারা। ফেরার পথে তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল কর্মীরা।

বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুফল ঘাঁটুর অভিযোগ, এই ঘটনার জন্য তৃণমূল প্রার্থী নিজেই দায়ী। সূত্র : সংবাদ প্রতিদিন, আনন্দবাজার