
ক্রীড়া প্রতিবেদক : বিপিএল নিয়ে নাটকের শেষ হতে চেয়েও যেন হয় না! বারবার বিতর্ক জড়িয়ে পড়ে বিপিএলের সঙ্গে। এবার নতুন করে জড়াল আরেকটি বিতর্ক। শর্ত না মানায় বিপিএলের পঞ্চম আসরে খেলতে দেয়া হবে না বরিশাল বুলসকে। নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।
বিকেলে ঢাকা ক্লাবে আফজালুর রহমান সিনহা বলেন, ‘আজ আমরা বিপিএল নিয়ে একটি সভায় বসেছিলাম। বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সিদ্ধান্তও নিয়েছি। ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য যে টাকা দেয়ার কথা সেটা বরিশাল বুলস দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি বরিশাল বুলস এবারের আসরে অংশ নিতে পারবে না। বিপিএল হবে সাত দলের।’
এদিকে বরিশাল বুলসের কর্ণধার এবং বিসিবির পরিচালক এমএ আউয়াল ভুলু বলেছেন, ‘আমরা বিপিএলে অংশ নিতে চাই। যেই বিষয়টি সামনে এসেছে সেটা দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা কিছুদিনের সময় চেয়েছি।’
প্রথম দুই আসরে পারিশ্রমিক বকেয়া থাকায় নাকানিচুবানি খেয়েছিল বিসিবি। ক্রিকেটারদের পারিশ্রমিক নিজ অ্যাকাউন্ট থেকে দিয়ে রক্ষা পায় বিপিএল গভর্নিং কাউন্সিল। পরের আসর থেকে ব্যাংক গ্যারান্টি নিয়ে বিপিএলে অংশ নিতে দেয়া হত ফ্র্যাঞ্চাইজিদের। গত দুই আসরে মাঠের খেলা শুরুর আগেই ব্যাংক গ্যারান্টি নিয়েছিল বিসিবি। এবারও একই কাজ করছে আয়োজকরা। ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে নেয়া হচ্ছে সাড়ে ৫ কোটি টাকার পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি।
আর্থিক নিশ্চয়তা প্রদানের এ পে-অর্ডার এবং ব্যাংক গ্যারান্টি অন্যান্য সাত ফ্র্যাঞ্চাইজি দিতে পারলেও বরিশাল বুলস এখনো দিতে পারেনি। তারা বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে সময় চেয়েছে। বিশেষ সূত্রের খবর, ১৫ দিনের সময় দিয়েছে আয়োজকরা। এর মধ্যে ব্যাংক গ্যারান্টি না দিতে পারলে সাত দল নিয়ে বিপিএলের পঞ্চম আসর অনুষ্ঠিত হবে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক আয়োজকের ব্যাখ্যা, বরিশাল বুলস এবার টুর্নামেন্টে অংশ না নেওয়ার সম্ভাবনাই বেশি। অন্যান্য দলগুলো যেখানে নিজেদের দল সাজাতে ব্যস্ত সেখানে বরিশাল বুলসের কোনো কার্যক্রম নেই। এরই মধ্যে হাতছাড়া হয়ে গেছে তাদের আইকন ক্রিকেটারাও। বিদেশি কোনো ক্রিকেটারও জোগাড় করতে পারেনি তারা। সব মিলিয়ে দলটির কোনো পরিকল্পনা নেই।’