বিপিএলে মাইলফলক ছুঁলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক : তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে হাজার রানের মাইলফলক ছুঁলেন তামিম ইকবাল। এর আগে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ হাজার রানের মাইলফলক অতিক্রম করেন। নিজের নামের পাশে ৯৭৫ রান নিয়ে রাজশাহী কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাঠে নামেন তামিম।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলায় শুরু থেকেই তামিম ছিলেন দায়িত্বশীল। দূত্যি ছড়িয়ে এক হাজারি ক্লাবে পৌঁছতে বেশি সময় নেননি তিনি। ইনিংসের দশম ওভারের প্রথম বলে ড্যারেন স্যামির বলে বাউন্ডারি হাঁকিয়ে মাইলফলক অতিক্রম করেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক। এরপর দারুণ ব্যাটিং করে এবারের বিপিএলে সপ্তম হাফসেঞ্চুরি তুলে নেন। কিন্তু হাফসেঞ্চুরির পর কেসরিক উইলিয়ামসের বলে তার ইনিংস থেমে যায় ৫১ রানে।

৪৬ বলে ৬ বাউন্ডারিতে ৫১ রানের ইনিংসটি সাজিয়ে সাজঘরে ফিরেন দেশসেরা ওপেনার। বিপিএলে তামিমের রান ৩৪ ম্যাচে ১০২৬। মুশফিকুর রহিম ৪৬ বলে ১১৭২ রান নিয়ে সবার উপরে আছেন। দ্বিতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৯ ম্যাচে মাহমুদউল্লাহর রান ১০৬১।

আজই তামিমের সামনে আরেকটি রেকর্ড গড়ার সুযোগ ছিল। আর মাত্র ১০ রান করলে এক মৌসুমে বিপিএলের সর্বোচ্চ রানের মালিক হতেন তামিম। প্রথম আসরে পাকিস্তানের আহমেদ শেহজাদ বরিশাল বার্নাসের হয়ে সর্বোচ্চ ৪৮৬ রান করেছিলেন। শাহজাদকে ছাড়িয়ে যেতে তামিমের ৬১ রান প্রয়োজন ছিল। আজ হয়নি, কিন্তু চিটাগং ভাইকিংস আজ রাজশাহীর বিপক্ষে জয় পেলে এবারের বিপিএলে আরেকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তামিম। রেকর্ডটি তাহলে এ আসর হয়েই যাবে তামিমের!

শেহজাদকে টপকাতে না পারলে মুশফিকুর রহিম ও কুমার সাঙ্গাকারাকে এরই মধ্যে ছাড়িয়ে গেছেন তামিম। মুশফিকুর রহিম ১৩ ম্যাচে বিপিএলের দ্বিতীয় আসরে ২০১৩ সালে সিলেট রয়্যালসের হয়ে ৪৪০ রান করেছিলেন। এছাড়া ২০১৫ সালে বিপিএলে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারা ব্যাট হাতে দূত্যি ছড়িয়ে ১০ ম্যাচে করেছিলেন ৩৪৯ রান।