‘বিফলে মূল্য ফেরত’ এ জাহিদ

বিনোদন ডেস্ক : মাঠের পাশে কালো রঙের তাঁবু টানানো। তার সামনে যুবকদের লম্বা লাইন। তাঁবুর ভেতরে বসে আছেন অভিনেতা জাহিদ হাসান। সব যুবক তার কাছেই এসেছে। কারণ জাহিদ হাসান টাকার বিনিময়ে প্রেমপত্র লিখে দেন। এই দৃশ্যগুলো ‘বিফলে মূল্য ফেরত’ নামের একটি টেলিফিল্মের।

জাকারিয়া সৌখিনের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জাহিদ হাসান ও শবনম ফারিয়া।

টেলিফিল্মের গল্প প্রসঙ্গে সাজ্জাদ সুমন রাইজিংবিডিকে বলেন, ‘জাহিদ ভাই টাকার বিনিময়ে প্রেমপত্র লেখেন। তার কাছে এলাকার যুবক ছেলেরা ছুটে আসে। তার লেখা প্রেমপত্র কখনো বিফল হয় না। আর যদি বিফল হয় তবে তার টাকা তিনি ফেরত দেন। হঠাৎ ওই মহল্লায় নতুন আসে শবনম ফারিয়া। এক পর্যায়ে তার প্রেমে পড়েন জাহিদ ভাই। এতকাল সকলের প্রেমপত্র লিখে দিলেও নিজের প্রেমপত্র লিখতে গিয়ে তিনি আর লিখতে পারেন না। তারপর গল্পে নতুন মোড় নেয়।’
অনেক হাস্যরসের মধ্য দিয়ে টেলিফিল্মের কাহিনি এগিয়ে গেছে বলে জানিয়েছেন এই নির্মাতা। এতে আরো অভিনয় করেছেন-আফরান, আনন্দ খালেদসহ অনেকে।

সম্প্রতি নগরীর উত্তরার ফ্রেঞ্চ ক্লাব ও উত্তরা শুটিং হাউসে টেলিফিল্মটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল ফিতরে চ্যানেল আইতে টেলিফিল্মটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন নির্মাতা।