বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপন ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪২৪ উদযাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের আঙ্গিনায় পান্তা-রুই মাছসহ বিভিন্ন প্রকার ভর্তার আয়োজন করা হয়।

এ ছাড়া শুদ্ধ বাংলা বানান ও পত্রলিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অন্যান্য অনুষ্ঠানের ম‌ধ্যে পয়লা বৈশাখ এবং আবহমান বামলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতা, মেহেদী উৎসব, বাউল সংগীত, লোক সংগীত, রবীন্দ্রসংগীতসহ নৃত্যানুষ্ঠান ইত্যাদি।

প্রতি বছর পয়লা বৈশাখে আড়াই হাজারের মতো নগরবাসীকে পান্তা ইলিশ খাওয়ানোর আয়োজন করে ডিএসসিসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলা নববর্ষ পয়লা বৈশাখের খাবার তালিকা থেকে ইলিশ মাছ বাদ দেওয়া হয়েছে এবার।

এ সময় মেয়র সাঈদ খোকন ডিএসসিসির সচিব খান মো. রেজাউল করিম, প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের পরিবারেরর সদস্যরা উপস্থিত ছিলেন।