বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ৩৩ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৩ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা।

শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান।

তিনি বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৩৩ জন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ২৬০ পিস ইয়াবা, হেরোইন, ৩ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ৩০০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।