
ঝিনাইদহ প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
পরে শহরের পায়রা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজিজুর রহমান প্রমুখ।