
ক্রীড়া ডেস্ক : সুইজারল্যান্ডের জুরিখে সোমবার আলো ঝলমলে অনুষ্ঠানে ফুটবলে ২০১৬ সালের সেরা পারফর্মারদের অ্যাওয়ার্ড প্রদান করেছে বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বছর জুড়ে ফুটবল অঙ্গনে চোখ জুড়ানো পারফরম্যান্সের জন্য ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ প্রদান করেছে সংস্থাটি।
বিভিন্ন পুরস্কারের মধ্যে আলোচিত ছিল লিওনেল মেসি এবং আঁতোয়ান গ্রিজমানকে হাটিয়ে রোনালদোর বর্ষসেরা পুরস্কার জেতা। পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটি বছর কাটানোর জন্য ফিফা বেস্ট ম্যান’স প্লেয়ারের পুরস্কার জেতেন রোনালদো। নিচে বিভিন্ন বিভাগে ফিফা অ্যাওয়ার্ড জয়ীদের নাম দেওয়া হলো।
২০১৬ সালে ফুটবল বিভিন্ন বিভাগে অ্যাওয়ার্ড জয়ীরা হলেন-
অ্যাওয়ার্ড নাম দেশ
দ্য বেস্ট ফিফা ম্যান’স প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল
দ্য বেস্ট ফিফা উইমেন’স প্লেয়ার কার্লি লয়েড যুক্তরাষ্ট্র
দ্য বেস্ট ফিফা ম্যান’স কোচ ক্লাউদিও রানিয়ের ইতালি
দ্য বেস্ট ফিফা উইমেন’স কোচ সিলভিয়া নেইড জার্মানি
ফিফা প্লে অ্যাওয়ার্ড অ্যাটলেটিকো ন্যাসিওনাল কলম্বিয়া
পুস্কাস অ্যাওয়ার্ড ফাইজ সুবরি মালয়েশিয়া
অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং ক্যারিয়ার ফ্যালকাও ব্রাজিল