নিজস্ব প্রতিবেদক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোকে আরো বেশি তৎপর হতে হবে। সরকার প্রতিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কাজ করছে।
শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁও বটমলী অর্ফানেজ টেকনিক্যাল স্কুলে ঢাকা ওয়ানগালা-২০১৬ (গারো নবান্ন উৎসব) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা ওয়ানগালা উদযাপন কমিটি অনুষ্ঠানটির আয়োজন করে।
তারানা হালিম বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ে যখন চাকরির প্রজ্ঞাপন দেওয়া হয়- তখন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কাছ থেকে প্রয়োজন মাফিক আবেদনও পাওয়া যায় না। ফলে তাদের কোটাগুলো ফাঁকা রেখেই চাকরির নিয়োগ দেওয়া হয়।
তিনি বলেন, সরকার প্রতিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কাজ করছে। কোনো গোষ্ঠীকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমরা প্রত্যেকটি গোষ্ঠীর সমস্যা সমাধানে কাজ করছি। শুধু তাই নয়, সরকার সুষম পদ বণ্টনেও কাজ করে চলেছে।
ওয়ানগালার প্রতিনিধি সৌরিন আরেং সেং এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জুয়েল আরেং এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রেমন্ড আরেং, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ওয়ানগালার সাবেক নকমা শৈবাল সাংমা প্রমুখ।