
নিজস্ব প্রতিবেদক : হজযাত্রীদের বহন করা একটি বাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের ওপরে উঠে যায়। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার বিকেলে ঘটনা নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া রাইজিংবিডিকে বলেন, ‘সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসটি হজযাত্রীদের নিয়ে বিমানবন্দরের ডিপার্চার টার্মিনালের ওপর উঠছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে উঠে যায়। তবে কোনো যাত্রী হতাহত হয়নি। হজযাত্রীরা নিজেরাই বাসটি ভাড়া করেছিলেন। সেটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।’
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে বাসটি দ্রুতগতিতে ওঠার চেষ্টা করছিল বলে জানা গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের ওপর উঠে যায় এবং ঝুলতে থাকে। আতঙ্কিত হজযাত্রীরা এ সময় দ্রুত বাস থেকে নেমে যান। এ ঘটনার পর বিমানবন্দরের পরিবহন ব্যবস্থার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।