নিজস্ব প্রতিবেদক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখ থেকে ইয়াবাসহ মো. শাহজাহান (১৯) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টায় বিমানবন্দরের প্রবেশমুখ থেকে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাহজাহান কক্সবাজার জেলার টেকনাফের কালু মিয়ার ছেলে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি টেকনাফ থেকে মাদক নিয়ে এসে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করত। তার বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে তথ্য ছিল।
এ বিষয়ে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।