
নিজস্ব প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেলে যাওয়া শিশুর ভাগ্য নির্ধারণের আদেশের তারিখ আগামী ১৬ আগস্ট ধার্য করেছেন আদালত।
বুধবার আট অভিভাবকের মধ্যে শিশুটি কার কাছে যাবে- সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু এদিন ঢাকার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ায় ভারপ্রাপ্ত বিচারক শামসুন্নাহার শিশুটির ভাগ্য নির্ধাণের জন্য পরবর্তী এ তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. এনামুল হক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৫ জুলাই শিশুটির প্রকৃত বাবা-মাকে খুঁজে বের করার আদেশ দেন বিচারক। একই সঙ্গে শিশুটিকে কোন অভিভাবকের কাছে দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য ৯ আগস্ট দিন ধার্য করে দেন।
আদালত সূত্র জানায়, শিশু ফাতেমার দায়িত্ব নেওয়ার জন্য আদালতে আট দম্পতি আবেদন করেছেন। এরা হলেন-সেলিনা আক্তার দম্পতি, শ্যামলী আক্তার, লায়লা নূর, নিঝুম আক্তার, শাহনাজ বিনতে হান্নান, দুলশাদ বেগম বিথী দম্পতি, শামীমা আক্তার দম্পতি এবং আ খ ম আতিকুর রহমান দম্পতি। শিশুটির প্রকৃত ঠিকানা না পেলে এদের মধ্যে যাচাই-বাছাই করে আদালত শিশুটির দায়িত্ব কোনো এক দম্পতিকে দেবেন।
জানা যায়, ৯ জুলাই বিজি-০০৮৫ বিমানে জর্ডান থেকে দুবাই হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি ফ্লাইটে স্বপ্না নামের এক যাত্রীর কোলে শিশু ফাতেমাকে রাখার অনুরোধ করেন তার মা। স্বপ্নাও মায়াবসত শিশুটিকে কোলে নেন। শিশুটিকে কোলে নিয়ে স্বপ্না শিশুটির মায়ের সঙ্গে গল্প করতে থাকেন। রাত ৯টায় বিমানটি বিমানবন্দরে পৌঁছালে শিশুটির মা স্বপ্নাকে শিশুকে নিয়ে গোলচত্বরের ওভারব্রিজের কাছে দাঁড়াতে বলেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে বুকিংকৃত মালামাল গ্রহণ করে ওই স্থানে আসবেন বলে আশ্বাস দেন। ওইদিন ওই নিদিষ্ট স্থানে দুই-তিন ঘণ্টা অপেক্ষা করে স্বপ্না তার বাসায় শিশুটিকে নিয়ে যান। পরেরদিন বিকাল ৩টার দিকে শিশুটিকে নিয়ে বিমানবন্দরের এপিবিএন পুলিশের কাছে আসেন। পরে এ বিষয়ে বিমানবন্দর থানায় জিডি করা হয় (জিডি ৪০৪)। পরবর্তী সময়ে শিশুটিকে পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে (ভিকটিম সাপোর্ট সেন্টার) পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানেই রয়েছে।