বিমানবন্দর কসাইবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর কসাইবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৭০) এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে বিমানবন্দরের আট নম্বর কাস্টম গেট কসাইবাড়ি মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরনে ছিল সাদা শার্ট ও লুঙ্গি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় তিনি মারা যান। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।