বিমানবন্দর রেল ষ্টেশন এর পার্কিং লাউঞ্জের ফুটপাতে চাঁদার টাকা কোথায় যায়

প্রান্ত পথিকঃ  রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রেলষ্টেশন পার্কিং লাউঞ্জের ফুটপাতে দোকান বসিয়ে জনসম্মুখে চলছে চাঁদাবাজি; এই চাঁদাবাজির কোথায় যায় কেউ জানে না, আমাদের প্রতিনিধি এব্যাপারে বিমান বন্দর রেলস্টেশন মাস্টারসহ সকল কর্মকর্তাকে এবিষয়ে জানতে চেয়েও কেউ কিছু জানেন না বলে জানান, সূত্র থেকে জানা যায় যে, প্রত্যেক দোকান থেকে যে পরিমান টাকা উঠানো হয় এই সকল টাকা ভাগাভাগি করে বিমানবন্দর রেলস্টেশনের কর্মকর্তাদের পকেট ভারী হয়, ফুটপাতের এক দোকানী জানান; প্রতিদিন দোকান প্রতি ৩০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত চাঁদা উঠানো হয় ।

এখানে প্রায় ৮০ থেকে ১০০টি দোকান রয়েছে । আমরা টাকা  দিলে এখানে দোকান বসতে দিবে না । তাহলে কোথায় যায় এই বিপুল টাকা ? দোকানী বললেন, আমি সত্য কথা বললে আগামীকাল আমার দোকান তো দূরের কথা আমাকেও খুঁজে পাবেননা। আমাদের অনুসন্ধন চলছে।