বিরক্তি নেইমারের বাবার

ক্রীড়া ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি শেষে স্পেনে ফিরে এসেছে বার্সেলোনা ফুটবল দল।। সোমবার বার্সেলোনায় ফেরেন নেইমারের বাবাও। অন্যদিকে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার বিজ্ঞাপন চুক্তির অংশ হিসেবে চীনে যান। বিমানবন্দরে পৌঁছতেই নেইমারের বাবা নেইমার দ্য সিলভা সিনিয়রকে ঘিরে ধরে বার্সেলোনার সংবাদকর্মীরা।

গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই বার্সা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দিতে পারেন নেইমার। পিএসজিতে মেডিক্যাল পরীক্ষার জন্য তিনি মঙ্গলবার কাতারে যেতে পারেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারের গণমাধ্যম আল ওয়াতান।

চলতি সপ্তাহেই ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে নেইমার পাঁচ বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হতে পারেন বলে ইউরোপিয়ান মিডিয়ার জোর দাবি। এই বিষয়ে বিমানবন্দরে নেইমারের বাবাকে একের পর এক প্রশ্নে জর্জরিত করেন বার্সেলোনার সাংবাদিকরা। আর তাতেই বিরক্ত হয়ে পড়েন নেইমার সিনিয়র।

বার্সেলোনায় আসার পর নেইমারের এজেন্ট হিসেবে কাজ করেন তার বাবা। ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে নেইমার পিএসজিতে গেলে বেশ বড় মাপের অর্থ পাবেন তার বাবা নেইমার সিনিয়রও। অনেকেই মনে করছেন, নেইমারের দল ছাড়ার জন্য তার বাবাই কলকাঠি নাড়ছেন। বিমানবন্দরে নেইমারের ক্লাব ছাড়া নিয়ে সাংবাদিকদের স্পষ্ট করে তেমন কিছু বলেননি নেইমার সিনিয়র।