মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর)ঃ
দিনাজপুরের বিরামপুরে আদর্শ হাইস্কুলে বিদায়, নবাগত শিক্ষার্থীদের বরণ ও স্কুল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৬শে জানুয়ারী, বৃহস্পতিবার বেলা ১০টায় স্কুল প্রাঙ্গনে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ড. এনামুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাইদুর রহমানের স ালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিক, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এস,এম মনিরুজ্জামান আল মাসউদ, মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম জিন্নাহ। এতে আরো বক্তব্য রাখেন, বণিক সমিতির সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী সহ স্কুলের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে স্কুলের পক্ষ থেকে আগত অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মধ্যাণ্যভোজ অনুষ্ঠিত হয়।