বিরামপুরে ট্রেনে কাটা পড়ে নিহত-১

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর)ঃ দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের পলাশবাড়ি রোডে ট্রেনের ধাক্কায় নিজের জীবন আত্মহুতি দিলেন অর্নাস পড়–য়া ছাত্র ইউনুস আলী (২৪)।
নিহত ইউনুস আলী বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পার-ভবানীপুর (বালুপাড়া) গ্রামের মোঃ একলাছুর রহমানের ছেলে।
৫’ই মার্চ রবিবার পার-ভবানীপুর (বালুপাড়া) গ্রামে সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনুস আলী বর্তমানে ঢাকার একটি কলেজে অর্নাসে লেখাপড়া করছে। সে গত কয়েক দিন আগেই নিজ বাড়িতে বেড়াতে এসেছে। তারা আরো জানান যে, বর্তমানে তার মাথায় কিছুটা মানসিক সমস্যাও দেখা দিয়েছে, এমনকি সে নেশার প্রতিও আকর্ষিত হয়ে পড়েছিল।
শনিবার (৪ মার্চ) হঠাৎ করে তার বাবার কাছে ২০ হাজার টাকা চাইলে সেই মুর্হুতে টাকা না দিতে পারায় সে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। এবং আনুমানিক রাত ১০ টার দিকে পলাশবাড়ি এলাকায় ট্রেনের নিচে  লাফিয়ে পড়ে আত্মহত্যা করে।