বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ ও প্রস্তাবনা গ্রহণ করা হবে

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সংলাপে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিদের পরামর্শ ও প্রস্তাবনা গ্রহণ করা হবে।

নাগরিক প্রতিনিধিদের সাথে সংলাপ শেষে সোমবার বিকেলে কমিশনের কনফারেন্স কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা বলেন।

তিনি বলেন, ‘একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আইন সংস্কার, সীমানা পুনর্নির্ধারণসহ ঘোষিত রোডম্যাপ নিয়ে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথমদিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। এতে বিভিন্ন ধরনের পরামর্শ ও প্রস্তাবনা এসেছে। এসব পরামর্শ ও প্রস্তাবনা থেকে যেসব বিষয় সংবিধানসম্মত এবং আইন কাভার করে, সেসব বিষয় গ্রহণ করা হবে।’

সিইসি আরো বলেন, এরই মধ্যে সংলাপের সিডিউল ঘোষণা করা হয়েছে। সকল পক্ষের সাথে সংলাপ শেষে আগামী জানুয়ারিতে এসব প্রতিবেদন আকারে প্রকাশ করা হবে। প্রতিবেদনটি সব রাজনৈতিক দলকে পাঠানো হবে। আলোচনারও সুযোগ থাকবে।