বিশেষ অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজাসহ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, জেলার আইন-শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এ সময় সদর থানা পুলিশ ২০ জনকে, মুকসুদপুর থানা ১০ জনকে, কাশিয়ানী থানা পুলিশ ১০ জনকে, টুঙ্গিপাড়া থানা পুলিশ পাঁচজনকে ও কোটালীপাড়া থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

তারা জানান, এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত, মাদক ও নিয়মিত মামলার আসামি রয়েছে। এদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।