নিজস্ব প্রতিবেদক : দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্যে বিশ্বব্যাংকের স্বীকৃতি বাংলাদেশের লক্ষ্য অর্জনকে আরো বেগবান করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অর্জন বিশ্বপরিমণ্ডলে তুলে ধরার জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ। এই স্বীকৃতি লক্ষ্য অর্জনকে আরো বেগমান করবে।
তিনি বলেন, ‘আমরা টেকসই উন্নয়নের দিকে যাচ্ছি। তবে পথচলা কখনোই মসৃণ ছিল না। তবে আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি, যার ধারাবাহিকতায় বাংলাদেশ সারাবিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব রকম চ্যালেঞ্জ মোকাবিলা করে অসামান্য সাফল্য অর্জন করেছি। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বাংলাদেশ আজ প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি আশা করি ২০২১ সালের মধ্যে আমরা দরিদ্রের হার নামিয়ে ৭ থেকে ৮ শতাংশে নিয়ে আসব।’
এ সময় তিনি তার সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।
এর আগে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য ও বিমোচনের কৌশল অনুকরণীয়।’