বিশ্বরেকর্ড কোহলির

ক্রীড়া ডেস্ক : এক মৌসুমে সর্বাধিক টেস্ট রানের রেকর্ডটি এখন ভারতের অধিনায়ক বিরাট কোহলির।

শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ১১১ রানে দিন শুরু করেন কোহলি। নামের পাশে ৩১ রান যোগ করে বিশ্ব রেকর্ড গড়েন বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। শীর্ষে উঠতে কোহলি পিছনে ফেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বীরেন্দ্র শেবাগকে।

২০০৪-০৫ মৌসুমে ৯ ম্যাচে ৪ সেঞ্চুরি, ৩ হাফ-সেঞ্চুরিতে ১১০৭ রান করেছিলেন শেবাগ।গতকাল বিরাট কোহলি ছাড়িয়ে যান সুনীল গাভাস্কার ও গ্রাহাম গুচকে। গ্রাহাম গুচ ১৯৯০ সালে ৬ ম্যাচে ৯৬.১৮ গড়ে ১০৫৮ রান করেছিলেন। সুনীল গাভাস্কার ১৯৭৯-৮০ মৌসুমে ৫১.৩৫ গড়ে ১৩ ম্যাচে রান করেছিলেন ১০২৭।

৪ সেঞ্চুরি ও ২ হাফ-সেঞ্চুরিতে বিরাট কোহলির বর্তমান রান ১১২৭। এ মৌসুমে ৯৩.৯১ গড়ে রান করেছেন রান মেশিন কোহলি। বাংলাদেশের বিপক্ষে কোথায় গিয়ে থামেন সেটাই দেখার বিষয়।