বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা রিয়ানা

বিশ্ব সংগীতের অন্যতম একটি জনপ্রিয় নাম রিয়ানা। সম্প্রতি নিজের ক্যারিয়ারে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন রিয়ানা। পপ তারকা হিসেবে বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী নির্বাচিত হয়েছেন তিনি।

ফোর্বসের মতে, তার মোট সম্পদের মূল্য ১.৭ বিলিয়ন ডলার। যদিও তার সম্পদের উৎস শুধু তার গান নয়। ২০১৭ সালে প্রতিষ্ঠিত গায়িকার ফেনটি বিউটি এবং তার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।

অনেকের মতে মেকআপ কোম্পানি থেকে তার ব্যক্তিগত আয়ের সিংহ ভাগ আসে।

রিয়ানা ২০০৬ সালে তার প্রথম স্টুডিও অ্যালবাম ‘এ গার্ল লাইক মি’ প্রকাশ করে খ্যাতি অর্জন করেন।