বিষয়টি প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটে লাগা আগুনের ঘটনাটি প্রধানমন্ত্রী নিজেই পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, রাত সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘটনাটি জানানো হয়। তার পর থেকেই তিনি বিষয়টি পর্যবেক্ষণ করছেন।’

মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় আইজিপি বলেন, ‘ফায়ার সার্ভিসের সেই ক্যাপাসিটি নেই, চাহিদা মতো পানি পৌঁছানো যাচ্ছে না। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।’