
বিনোদন ডেস্ক : টলিউডের আবেদনময়ী অভিনেত্রী পাওলি দাম। দুই বাংলার জনপ্রিয় মুখ তিনি। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। বর দীর্ঘদিনের প্রেমিক অর্জুন। আগামী ৪ ডিসেম্বর তারা সাত পাকে বাঁধা পড়বেন বলে ভারতীয় সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বলিউডের একটি সিনেমার শুটিংয়ে দিল্লিতে ব্যস্ত সময় পার করছেন পাওলি। কয়েকদিন আগে এই সিনেমার শুটিং সেটে পাওলি-অর্জুনের বিয়ের তারিখ ঠিক করা হয়। শুটিংয়ের ফাঁকে অর্জুনের বোনের সঙ্গে বসে বিয়ের তারিখ ঠিক করেন পাওলি নিজেই।
গুয়াহাটিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। এরপর কলকাতাতেও সময় ও সুযোগ বুঝে রিসেপশনের ব্যবস্থা করা হবে। বিয়ে সামনে রেখে পাওলি ইতোমধ্যে কেনাকাটা শুরু করেছেন বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
অর্জুনের বাড়ি ভারতের গুয়াহাটি। পেশায় ব্যবসায়ী। ধনাঢ্য পরিবারের অর্জুন বিদেশে পড়াশোনা শেষে দেশে ফিরে বাবার ব্যবসায় যুক্ত হয়েছেন। একটি পার্টিতে প্রথম পরিচয় পাওলি-অর্জুনের। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।