শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব রাজনগর গ্রামে বিয়ের ৩দিন পর রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন নুরজাহান বেগম (৫২) নামে এক মহিলা। তার বর্তমান স্বামী আব্দুল করিম বাচ্চু মিয়া (৭১) পূর্বরাজনগর জামে মসজিদের মোয়াজ্জিন। আজ রবিবার দুপুরে বৃদ্ধার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চা লের সৃষ্টি করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে, বয়স্ক নুরজাহান বেগমের বিয়ে হয় মাত্র ৩দিন আগে এলাকার আ. করিম বাচ্চু মিয়ার সাথে। নুরজাহান বেগমের বাপরে বাড়ি পার্শ্ববর্তী কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামে। নুরজাহান বেগমের প্রথম স্বামী মারা যান ১৫/১৬ বছর আগে। ওই ঘরে তার ছেলে, মেয়ে, নাতিনাতকর রয়েছে। গতকাল শনিবার এশা নামাজ পড়ে বাড়ি ফিরে বাচ্চু মিয়া ঘরের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পান তার সদ্যবিবাহীতা স্ত্রী নুরজানান বেগম ঘরের ধর্নার (আড়ার) সাথে ঝুলে আছে। তার আতœহত্যার সঠিক কারন এখনও জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। নালিতাবাড়ী থানার এসআই হারুন বলেন, জিজ্ঞসাবাদে আত্মহত্যা কথা শুনা যাচ্ছে।