বুধবার বক্তব্য রাখবেন স্পিকার জাতিসংঘ সেশনে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখবেন।

নিউইয়র্কে অবস্থানরত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘কমিশন অন সোশ্যাল ডেভেলপমেন্ট’এর ৫৬তম সেশন এবং ‘গ্লোবাল রিভিউ অব দ্য আউটকাম অব দ্য থার্ড রিভিউ অ্যান্ড অ্যাপ্রাইজল অব দ্য মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্লান অব অ্যাকশন অন এজিং (এমআইপিএএ)’ এ বক্তব্য রাখবেন।

এমআইপিএএর তৃতীয় পর্যালোচনা ও মূল্যায়নের ফলাফলের ওপর বৈশ্বিক পর্যালোচনা সংক্রান্ত জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এসকাপ) বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও ফলাফল উপস্থাপন করবেন স্পিকার।

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এসব তথ্য জানান।

আগামী ৬ ফেব্রুয়ারি স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।