বুধবার সকাল ১০টায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু তথ্য সেবা খাতের দুটি প্রকল্পে ১১৩ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিচ্ছে দাতা সংস্থা বিশ্ব ব্যাংক। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯০৪ কোটি টাকা।

বুধবার সকাল ১০টায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ-২ – এ সরকারের সঙ্গে সংস্থাটির চুক্তি স্বাক্ষর হবে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল ইসলাম এবং বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) পক্ষে সংস্থাটির বাংলাদেশী কান্ট্রি ডিরেক্টর কিমিও ফ্যান ঋণচুক্তিতে স্বাক্ষর করবেন।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় সূত্র জানায়, ২০১৬ সালের জুনে এই প্রকল্পে অর্থায়নের বিষয়টি সংস্থাটির প্রধান কার্যালয়ের বোর্ড সভায় অনুমোদন পায়।