বুলুর জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির জামিন মঞ্জুর করেন। তবে অন্য মামলায় কারাগারে থাকায় মুক্তি পাচ্ছেন না বরকত উল্লাহ বুলু।

বরকত উল্লাহ বুলুর পক্ষে জামিনের শুনানি করেন সানাউল্লাহ মিয়া। শুনানিতে তিনি বলেন, বরকত উল্লাহ বুলু সম্পূর্ণ নির্দোষ। আর এ মামলাটি দায়ের করা হয়েছে বাস পোড়ানোর অভিযোগে। কিন্তু সেই বাসের মালিক বা ড্রাইভার মামলা করেননি। মামলা করেছে পুলিশ। রাজনৈতিকভাবে হয়রানি করতে তাকে মামলায় জড়ানো হয়েছে। তাই তার জামিন মঞ্জুর করা হোক।

শুনানি শেষে আদালত ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৫ সালের ২৩ জানুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনার পরের দিন যাত্রাবাড়ী থানার এসআই আব্দুল্লা বিশ্বাস বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলাটি দায়ের করেন। যাত্রাবাড়ী থানার এসআই মুরাদুজ্জামান মামলাটি তদন্ত করে ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।