বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর মডেল থানার বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া উল্লেখ্যযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন-আজিজুল বারী হেলাল , মারুফ কামাল খান সোহেল, হাবিবুন নবী খান সোহেল।

প্রসঙ্গত, ২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।