
ক্রীড়া ডেস্ক : চলতি মাসেই বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪১তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। ২৮ জুলাই বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী মো. খোরশেদ আলম।
এবারের এই প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে দেশের বিভিন্ন অঞ্চল ও ঢাকা থেকে সাত মাঝি নারী দল, সাত মাঝি পুরুষ দল, ২৫ মাঝি কোষা নৌকা দল, ৫০ মাঝি কোষা নৌকা দল, ৫০ মাঝির ঊর্ধ্বে কোষা নৌকা দল ও ৫০ মাঝির ঊর্ধ্বে বাচারি নৌকা গ্রুপে অর্ধশতাধিক নৌকা অংশ নিবে।
পৃষ্ঠপোষকতার বিষয়ে বাংলাদেশ রোয়িং ফেডারেশন যোগাযোগ করেছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপে সঙ্গে। এ বিষয়ে বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী মো. খোরশেদ আলম বলেন, ‘চলতি মাসের ২৮ তারিখ বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হবে ৪১তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। ওয়ালটন গ্রুপ সব খেলাধুলা নিয়েই কাজ করে। তাই তাদেরকে ৪১তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হওয়ার আমন্ত্রণ জানিয়েছি। তারা বিষয়টি বিবেচনা করে দেখছে। হয়তো দুই-একদিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হতে পারে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘রোয়িং ফেডারেশনের কাছ থেকে আমরা প্রপোজাল পেয়েছি। এতো অল্প সময়ে আসলে প্রপোজাল নিয়ে কাজ করাটা কঠিন। তারপরও আমরা চেষ্টা করছি। আমরাও চাই আমাদের দেশের ঐতিহ্য নৌকা বাইচের মতো খেলাধুলার পাশে থাকতে। আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রায় সব ধরণের খেলাধুলার সঙ্গেই সম্পৃক্ত হচ্ছি। রোয়িং ফেডারেশনের সঙ্গে থাকতে পারলে বেশ ভালো লাগবে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।’
১৯৭২ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে নৌকাবাইচ সমিতি গঠন করা হয়। এরপর ১৯৭৪ সালে রোয়িং ফেডারেশন গঠিত হয়। সেই থেকে পর্যায়ক্রমে সারাদেশে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে আসছে রোয়িং ফেডারেশন।