বুড়িমারী স্থলবন্দরে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ইয়ার্ড শ্রমিকরা। রোববার সকালে তাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সফর উদ্দিন।শনিবার (০৩ডিসেম্বর)দিবাগত রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত টানা কয়েক ঘণ্টা বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের পার্টনারশিপ ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল। বৈঠকে ন্যায্য মজুরীর দাবি মেনে নেয়ায় রোববার (০৪ডিসেম্বর)সাধারণ শ্রমিকদের সঙ্গে সকালে বৈঠক করে ধর্মঘট প্রত্যাহার করে নেয় বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারা।শ্রমকিদের অনির্দিষ্টকালের ধর্মঘটের আহ্বানের প্রথম দিনেই আমদানি-রফতানি করা পণ্যবোঝাই কয়েকশ ট্রাক বন্দরের ইয়ার্ডে এবং রাস্তার দুইধারে পণ্য খালাসের অপেক্ষায় আটকা থাকায় তড়িঘড়ি করে সমঝোতা বৈঠকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের ফলে আবারো কর্মচাঞ্চলতা ফিরে পেয়েছে বুড়িমারী স্থলবন্দর।

বুড়িমারী স্থলবন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ছফর উদ্দিন তহিদুল ইসলাম বলেন, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রহুল আমীন বাবুল আমাদের অফিসে রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত বৈঠক করে লোড ৪ টাকা ও আনলোড ৪ টাকা বৃদ্ধি করে দাবি মেনে নেন। বিষয়টি রোববার সকালে সাধারণ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। এখন থেকে আমরা লোড প্রতিটন ১৯ টাকা ৫০ পয়সা এবং আনলোড প্রতিটন ১৯ টাকা ৫০ পয়সা পাবো।বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারী কয়েকজন আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী বলেন, দ্রুত সমস্যা সমাধান হওয়ায় স্থলবন্দরের কর্মপরিবেশ স্বাভাবিক হয়ে গেছে। ফলে আবারো কর্মচাঞ্চলতা ফিরেছে স্থলবন্দরে।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবীর তরফদার শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের সত্যতা স্বীকার করে বলেন, ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির সৃষ্টি না হয় আমরা সেদিকে নজর রাখার চেষ্টা করব।এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার রিজভী আহম্মেদ বলেন, গাড়ির ভীষণ চাপ রয়েছে। আশা করছি ধর্মঘট প্রত্যাহারের ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান ড্রপ কমিউনিকেশনের পার্টনারশিপ ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল কোন মন্তব্য করতে রাজি নন।