আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতি গ্রহের বেশ কয়েকটি চমৎকার ছবি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নভোযান জুনো।
গত ২৭ আগস্ট ওই গ্রহের কক্ষপথের পাশ দিয়ে যাওয়ার সময় এর উত্তর মেরুর ছবি তুলেছে জুনো। এর মধ্য দিয়ে সৌরজগতের সবচেয়ে বড় এই গ্রহের উত্তর মেরুর ছবি এই প্রথম দেখল বিশ্ববাসী।
পৃথিবী থেকে ৫৮ কোটি ৮০ লাখ কিলোমিটার দূরে বৃহস্পতি। গ্যাসে পরিপূর্ণ এই গ্রহ সম্পর্কে আরো জানতে নাসা গত জুলাইয়ে ১১০ কোটি ডলারের একটি প্রকল্প হাতে নেয়।
শক্তিশালী ক্যামেরাযুক্ত নভোযান জুনো ২৭ আগস্ট বৃহস্পতির মাত্র ৪ হাজার ২০০ কিলোমিটারের মধ্যে পৌঁছে। এরপর ছয় ঘণ্টা ধরে এটি ওই গ্রহের উত্তর মেরু অঞ্চল থেকে দক্ষিণ মেরুর দিকে ভ্রমণ করে।
নাসার বিজ্ঞানীরা জুনোর অভিযানের মাধ্যমে জানতে চান, বৃহস্পতি গ্রহে কী পরিমাণ পানি রয়েছে। এই তথ্য পেলে গ্রহের উৎপত্তি সম্পর্কেও অনেক কিছু জানা যাবে। এ ছাড়া জুনো বিশাল এই গ্রহের চৌম্বক ক্ষেত্রের তীব্রতা এবং মেরুপ্রভার গঠন সম্পর্কেও অনুসন্ধান চালাবে।