নিজস্ব প্রতিবেদক : বেড়েছে সব ধরনের সবজির দাম। গত সপ্তাহের চেয়ে সবজি কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।
এ ছাড়া বেড়েছে দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম। তবে সরবরাহ পর্যাপ্ত থাকলেও সবজির দাম বাড়ার কারণ জানেন না ব্যবসায়ীরা।
শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা বাজারসহ কয়েকটি বাজার ঘুরে এমনটাই দেখা গেছে।
খুচরা বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সব ধরনের সবজির সরবরাহ রয়েছে। তারপরে পাইকারি দাম বেশি ধরায় কেজিপ্রতি ১০ থেকে ১২ টাকা বেশি নিতে হচ্ছে।
বাজারে গিয়ে দেখা গেছে, ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ খোলা বাজারে বিক্রির প্রভাব পড়েছে।
খুচরা বাজারে ৫ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা এবং ২ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকায়। রসুনের কেজি ২০ টাকা বেড়ে ১৮০ টাকা।
কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা। চিনি ৪৫ টাকা, সয়াবিন তেল (খোলা) প্রতি লিটার ১১৩ টাকা, বোতলজাত সয়াবিন ১২৫ টাকা, গুঁড়া মরিচ ১৭০ টাকা, হলুদ ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, অস্থির হয়ে উঠেছে সবজির দাম। সব ধরনের সবজিই কেজি বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ বেশি দামে। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা পর্যন্ত, যা গত সপ্তাহে ছিল ৯০ টাকা। করলা ৫০ টাকা, বেগুন ৭০ টাকা, গাজর ৭০ টাকা, পেঁপে ২২ টাকা, সিম ১২০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুর লতি ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, বরবটি ৫০ টাকা ও চিচিঙ্গা ৪০ টাকা সিম ১২০ টাকা।
কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ৩ টাকা বেড়ে ২৫ টাকা, মূলা ২৫ টাকা ও শসা ৪০ টাকা। বাজারে শীতকালীন সবজির আনাগোনা দেখা গেলেও দাম রয়েছে ক্রেতাদের নাগালের বাইরে।