ঝালকাঠি প্রতিনিধি:মো.মোছাদ্দেক বিল্লাহ্
বরগুনার বেতাগীতে স্ব-পদ ফিরে পেলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াজেদ হাওলাদার। ৩ অক্টোবর মোকাম বেতাগী বিজ্ঞ জজ আদালত বরগুনা তাঁর উপর সাময়িক অপসারন সংক্রান্ত আদেশ এর কার্যকারিতা স্থগিত করেন। এ আদেশের ফলে তিনি তার স্ব-পদে বহাল হলেন বলে জানান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াজেদ হাওলাদার। জানাগেছে, এর পুর্বে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নানাবিধ অভিযোগ এনে গত ৩ জানুয়ারী বরগুনা জেলা কমান্ডার আঃ রশিদ মিয়া তাকে সাময়িক বরখাস্ত করেন।