নিজস্ব প্রতিবেদক, যশোর : অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে নারীসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে বেনাপোল-পুটখালী সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার কাজিপাড়া গ্রামের প্রেমচাঁদ মৃধার ছেলে পবিত্র কুমার মৃধা (৫৫), তার স্ত্রী সবিতা রানী (৪৫), রায় মোহনের স্ত্রী কাঞ্চন মালো (৪০), নিকুঞ্জের স্ত্রী দীপা রানী (২৫), নিতাই মজুমদারের ছেলে উত্তম মজুমদার (৩০) ও মাদারীপুরের রাজৈর থানার নিরোদ রায়ের ছেলে নিখিল রায় (৩৫)।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান জানান, আটককৃতরা প্রত্যেককে ভারতের বোম্বে শহরে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়।