বেলের রিয়াল মাদ্রিদ ছাড়ার ‘হাস্যকর’ ও ‘স্টুপিড’

ক্রীড়া ডেস্ক :  সংবাদমাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে পারেন গ্যারেথ বেল। তবে এমন খবরকে ‘হাস্যকর’ ও ‘স্টুপিড’ বলে মন্তব্য করেছেন ওয়েলস ফরোয়ার্ডের এজেন্ট জোনাথন বার্নেট।

এ ব্যাপারে জোনাথন বার্নেট বিবিসি স্পোর্টকে বলেছেন, ‘এটি একটি হাস্যকর, স্টুপিড খবর।’

গত মৌসুমের অনেকটা সময় চোটের সঙ্গেই লড়াই করেন বেল। নিজের জায়গা হারান ইসকোর কাছে। যদিও তার আগে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ২০১৬ সালের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন রিয়ালের ওয়েলস ফরোয়ার্ড।

গণমাধ্যমে গুঞ্জন আছে, মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরোতে ১৮ বছর বয়সি ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপেকে কিনতে জোর চেষ্টা চালাচ্ছে রিয়াল। রিয়ালের ‘বিবিসি’ ত্রয়ী বেল, করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোর যেকোনো একজন ক্লাব ছাড়তে পারেন বলে খবর এসেছে।

‘বিবিসি’ ত্রয়ীর ভবিষ্যৎ নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন করা হয়েছিল রিয়াল কোচ জিনেদিন জিদানকেও। ফরাসি এই কোচ অবশ্য বেল, বেনজেমা, রোনালদোর সান্তিয়াগো বার্নাব্যুতে থাকার নিশ্চয়তা দিতে পারেননি, ‘আমি চাই যারা এখানে আছে তারা সবাই থাকুক। তবে ৩১ আগস্ট পর্যন্ত যেকোনো কিছুই ঘটতে পারে।’