সচিবালয় প্রতিবেদক : বেসরকারি গ্রন্থাগারে অনুদান বরাদ্দের জন্য নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
রোববার জাতীয় গ্রন্থকেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইতোমধ্যে যে সকল গ্রন্থাগার আবেদন করেছে, নতুন করে তাদের আর আবেদন করার প্রয়োজন নেই।
জানা যায়, আগের মতো নির্ধারিত আবেদন ফরম বাংলাদেশ সচিবালয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শাখা-৪ অথবা জাতীয় গ্রন্থকেন্দ্র, ৫/সি বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা থেকে সংগ্রহ করা যাবে।
এছাড়া জাতীয় গ্রন্থকেন্দ্রের ওয়েবসাইটে www.nbc.org.bd সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের www.moca.gov.bd এবং তথ্য মন্ত্রণালয়ের www.moi.gov.bd ওয়েবসাইট হতে আবেদন ফরম ডাউনলোড করে সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবরে আবেদনপত্র পাঠানো যাবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন।