বৈধতা পেল আদিত্য-শ্রদ্ধার চুমু

বিনোদন ডেস্ক : ওকেজানু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর ও আদিত্য রয় কাপুর। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলার ও গান প্রকাশ পেয়েছে। এতে বেশকিছু অন্তরঙ্গ ও চুমুর দৃশ্যে দেখা গেছে তাদের।

এদিকে ওকে জানু সিনেমায় শ্রদ্ধা-আদিত্যর অন্তরঙ্গ ও চুমুর দৃশ্য সেন্সর বোর্ড পার হতে পারবে কিনা তা নিয়ে শংকা ছিল। কিন্তু কোনো প্রকার বাধা ছাড়াই সিনেমাটি ছাড়পত্র দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড।

এর আগে উড়তাপাঞ্জাব, অ্যায়দিলহ্যায়মুশকিলসহ বলিউডের বেশকিছু সিনেমার দৃশ্যে আপত্তি জানিয়েছিল সেন্সর বোর্ড। অবশ্য পরবর্তীতে এসে বেফিকরে সিনেমায় রণবীর সিং ও বাণী কাপুরের চুমুর দৃশ্য কোনো প্রকার বাধা ছাড়াই ছাড়পত্র দেয়। ওকেজানু সিনেমায় অন্তরঙ্গ ও চুমুর দৃশ্যে কোনো আপত্তি না জানালেও চারটি সংলাপ বাদ দেওয়া হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

ওকেজানু সিনেমাটি মনি রত্নম পরিচালিত ও কাদালকানমানি সিনেমার রিমেক। এমনকি ওকেজানু সিনেমার পরিচালক সাদ আলি মনি রত্নমের সহকারী হিসেবে কাজও করেছেন। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ. আর রহমান। আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।