বোরহানউদ্দিন এলজিইডি উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বোরহানউদ্দিন প্রতিনিধি। ভোলার বোরহানউদ্দিন উপজেলার এলজিইডি উপ-প্রকৌশলী কামরুল ইসলামের বিরুদ্ধে কর্মস্থলে না থাকা, সয়েল টেষ্ট, পাইলিং মেশিন ব্যবসা ও ঠিকাদার সাথে খারাপ ব্যবহার করা সহ নানা অনিয়মের অভওযোঘ পাওয়া গেছে। এতে সঠিক ভাবে কাজ সমাপ্ত করতে পারছেনা সংশ্লিষ্ঠ ঠিকাদার। জানাযায়, উপ-প্রকৌশলীর কামরুল ইসলামের ঢাকায় মনিপুরি পারায় মনিপুরি হাইস্কুল এন্ড কলেজের উল্টোদিকে নিজের ও তার স্ত্রীর সয়েল টেষ্ট ও পায়লিং মেশিন ব্যবসা রয়েছে। চাকরি ফাঁকে ভোলা সহ দেশের বিভিন্ন জেলার ঠিকাদারদের সাথে আতাত করে অফিস ফাঁকি দিয়ে ঢাকায় নিজের বাসায় বসে সয়েল টেষ্ট ও পায়লিং ব্যবসা করছে। নাম প্রাকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, ঠিকাদারি সাইডে বিভিন্ন সমস্যায় পরে তার স্বরনাপন্ন হয়ে তার সাহা্য্য চাইতে আসলে তাকে প্রায় সময়েই অফিসে পাওয়া যায় না। পড়ে খোঁজ নিয়ে জানাযায় তিনি ঢাকায় আছেন। রবিবার সরেজমিনে উপজেলা এলজিইডি অফিসে গিয়ে জানাযায় তিনি ঢাকায় আছেন। এ ব্যপারে মুঠোফোনে কামরুল ইসলামে, তার বিরুদ্ধে সয়েল টেষ্ট ও পায়লিং ব্যবসার কথা অস্বীকার করে জানান, প্রশিক্ষনের জন্য তিনি ঢাকায় অবস্থান করছেন। উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন জানান, গত বৃহস্পতিবার তার প্রশিক্ষন শেষ হয়েগেছে। তারপর এখনও তিনি কেন কর্মস্থলে যোগ দেন নি ব্যপারটি তিনি দেখচ্ছেন।