
পাবনা প্রতিনিধি : পাবনার শিবরামপুর এলাকায় ফারুক করিম (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক পাবনা পৌর সদরের শালগাড়িয়া মহল্লার নবাব আলীর ছেলে। তিনি আগে একটি এনজিওতে চাকরি করতেন। পরে বেকারি ব্যবসা করতেন।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ফারুক হোসেনের সঙ্গে স্থানীয় কয়েকজনের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে প্রাতঃভ্রমণে বের হন ফারুক। তিনি হাঁটতে হাঁটতে শিবরামপুর মুজাহিদ ক্লাব এলাকায় গেলে কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহমুদ হাসান জানান, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।