ব্যবসায়ী ও কাস্টমসের মধ্যে সুসম্পর্ক না থাকলে ব্যবসায় গতি আসে না

অর্থনৈতিক প্রতিবেদক : ব্যবসায়ী ও কাস্টমসের মধ্যে সুসম্পর্ক না থাকলে ব্যবসায় গতি আসে না। এজন্য কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক জরুরি বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বুধবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে অথোরাইজড ইকোনোমিক অপারেটরদের বাণিজ্য সহায়তা ও সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নজিবুর রহমান বলেন, কাস্টমস ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। ব্যবসায়ী ও কাস্টমসের মধ্যে সুসম্পর্ক না থাকলে ব্যবসায় গতি আসে না। তাই এ সচেতনতামূলক সেমিনার অবশ্যই ভিন্নমাত্রা যোগ করবে। এ ছাড়া কাস্টমকে আধুনিকায়ন করতে বিভিন্ন যন্ত্রাংশ কেনা হচ্ছে। যা আগামীতে কাস্টমসের কাজে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, রাজস্ব সুরক্ষা ও দেশের অগ্রযাত্রায় আমরা এগিয়ে যাচ্ছি। পাশাপাশি সব অংশীজনের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় থাকবে। মনে রাখতে হবে, সারা বিশ্ব এখন বাংলাদেশকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। দেশের ব্যবসা-বাণিজ্য ভালোভাবে চলছে। আমরা দেশের উন্নয়নে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নেও কাজ করে যাচ্ছি।

সেমিনারে এনবিআর সদস্য (শুল্ক নিরীক্ষা ও আন্তজার্তিক বাণিজ্য) খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান, সদস্য (কাস্টমস নীতি) লুৎফর রহমান ও ঢাকা কাস্টমস হাউসের কমিশনার প্রকাশ দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।