
এইচ এম আমান/ শীমুলি ইসলাম নিলুঃ– রাজধানী ঢাকার উত্তরার অসহা হত দরিদ্র খেটে খাওয়া রিক্সাওলাদের উপর স্টীম রোলার চালানোর মত কৌশলে লক্ষ লক্ষ টাকা চাঁদা বাজির আরেক নাম হেমায়েত। উত্তরার আব্দুল্লাহপুর হইতে ময়নারটেক, আজমপুর হইতে মাজার হয়ে কাঁচকুড়া, কসাইবাড়ি হইতে দক্ষিণখান, হাজীক্যাম্প হইতে হলান নদ্দাপাড়া, দক্ষিণখান হয়ে কাঁচকুড়া, হাউস বিল্ডিং হইতে কামার পাড়া বাউনিয়া, খিলখেত বাজার মান্নান প্লাজা হইতে ডুমনি পাতিরা ইছাপুরাসহ বিভিন্ন রোডের বিভিন্ন রুটের সরকারি ভাবে নিষিদ্ধ ও মহামান্য হাইকোটের রায়কে অমান্য করে দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে ব্যাটারি চালিত অটোরিক্সা দিয়ে চাঁদা বাজি করে যাচ্ছেন অবাধে। হেমায়েতের নেতৃত্বে উত্তরার প্রতিটি থানা এরিয়াতে প্রায় ৫০/৭০টি করে ব্যাটারি চালিত অটোরিক্সার গ্রেজ পরিচালিত হয়। গ্রেজের কারণে অনেক সময় বিদ্যুতের সমস্যা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় অধিক পরিমাণ বিদ্যুতের লোডের কারণে ট্রান্সমিটার ব্রাষ্ট হওয়ার ঘটনা ঘটে থাকে। ব্যাটারী চালিত রিক্সা অনেক সময় গতিরোধক ভাবে চালানোর কারণে বড় ধরনের র্দুঘটনাও ঘটে। সরেজমিনে গিয়ে কিছু রিক্সা গ্রেজ মালিকের সাথে আলাপ কালে জানা যায় হেমায়েত কখনো কখনো পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের পরিচয় দেন, আবার কখনো বলেন সে নিজেই একজন পুলিশের লোক। তার ক্ষমতা এতই বেশি যে প্রশাসন নিরব অবস্থায় শুধু তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই বলে মনে করেন গ্রেজ মালিকরা ও নিরীহ রিক্সাচালকরা। আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির সাথে বেড়িবাঁধের ওপর ব্যাটারী চালিক অটোরিক্সার ষ্ট্যাণ বানিয়ে প্রতিদিন রিক্সা প্রতি ১০০ টাকা করে চাঁদা আদায় করেন হেমায়েত বাহিনীর ১। নিরব, ২। ফজল, ৩। শাহ আলম, ৪। সুমনরা। এবং উত্তরার বিভিন্ন এলাকায় ব্যাটারী চালিত অটোরিক্সার পিছনে নামে বেনামে বিভিন্ন ষ্টিকার লাগিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায় করেন তারা। আর বিষ্ময় কর অবাক লাগানো এক বৃদ্ধ রিক্সাচালক কান্নারসরে বলেন এ কি জামানা এল মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন রিক্সা চালিয়ে আমার কষ্টের অর্জিত টাকা থেকে একটা অংশ প্রতিদিন তুলে দিতে হচ্ছে হেমায়েত বাহিনীর হাতে। এই কি আমাদের স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা? এই বৃদ্ধ চালক আরও বলেন আমার বজ্রকন্ঠে বলতে খুব ইচ্ছে হয় জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলার রূপকার জননেত্রী শেখ হাসিনা- র্দূনীতি সন্ত্রাস ও চাঁদাবাজের র্নিমূল করার ঘোষনা দেওয়ার পরও প্রশাসন কেন যে এত নিরব আমাদের অনেক কষ্ট আমরা গরিব রিক্সাওয়ালা বলে আমাদের কথা শুনার মত কোন লোক নেই। তাই দেশ জাতি ও প্রশাসনের উর্দ্বতন কর্তৃপক্ষের কাছে আমার প্রাণের দাবি এই রকম চাঁদা বাজদের সুনজরে আনা হলে আমরা হত দরিদ্র রিক্সা চালকরা অনেক উপকৃত হতাম।