ব্যাটিংয়ে বাংলাদেশ টস জিতে

ক্রীড়া প্রতিবেদক: ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে আজ দুপুর ১২টায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

বর্তমান স্কোর: বাংলাদেশ ৭/১ (৩ ওভার)।

টস: মিরপুরে টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

ফিরেছেন সানজামুল: প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ বোলিং করলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলা হয়নি সানজামুল ইসলামের। আজ জিম্বাবুয়ের বিপক্ষে আবারো একাদশে ফিরেছেন বাঁহাতি এই স্পিনার। দলের বাইরে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

দুই মাইলফলকের সামনে তামিম: প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রানের অপেক্ষায় তামিম। এজন্য তামিমের প্রয়োজন ৬৬ রান। আর নির্দিষ্ট কোনো ভেন্যুতে ওয়ানডেতে সর্বাধিক রানের মালিক হতে তামিমকে করতে হবে ৪২ রান।

সিকান্দার রাজার প্রয়োজন ১৪ রান: ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক ছুঁতে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে করতে হবে ১৪ রান। আজই এ কীর্তি গড়তে পারেন কি না, সেটাই দেখার।

আত্মবিশ্বাসী বাংলাদেশ প্রত্যাশিত জয়ের খোঁজে: জিম্বাবুয়ের বিপক্ষে শেষ নয় ম্যাচের কোনোটিতেই হারেনি বাংলাদেশ। আজও প্রত্যাশিত জয়ের খোঁজে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করায় আজ নিজেদের ঝালিয়ে নেওয়ার ‍সুযোগ পাচ্ছে দলটি।