
নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারির মাঝে নানা বিধি-নিষেধ মেনে চালু হয়েছে অমর একুশে বইমেলা-২০২২। বইমেলায় নতুন নতুন প্রকাশনা নিয়ে হাজির হয়েছে বিভিন্ন প্রকাশনী সংস্থা। এবার অনেক লেখক ও লেখিকার প্রথম বই প্রকাশ পেয়েছে বইমেলায়।
সেই তালিকায় নিজের নাম লিখেয়েছেন হুমায়রা স্যারন। এবারের বইমেলায় হুয়ায়রা স্যারনের লেখা বই ‘ব্রান্ড নিউ হেল’ । বইটি প্রকাশনায় কাজ করেছেন ‘আফসার ব্রাদার্স’ প্রকাশনী। তিনি বলেন, ছোট বেলা থেকে বইয়ের প্রতি ছিল প্রবল আগ্রহ ও ভালোবাসা। মা আমার এই আগ্রহ দেখে আমার হাতে তুলে বই দেন। সেই থেকে শুরু আমার পথ চলা। আমার বন্ধু-বান্ধবরা আমাকে বইপোকা বলেও ডাকে।
তিনি আমাদের আরো বলেন, আজ আমার প্রথম বই প্রকাশ হল, আমি এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ‘আফসার ব্রাদার্স’ প্রকাশনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞ জানিয়ে বলতে চাই যে, উনারা আমার স্বপ্নপূরণ করেছেন। আজ আমি যে বইটি প্রকাশ করতে পেরেছি তার সম্পূর্ণ অবদান আমার প্রাণ প্রিয় মায়ের। আমি আমার “ব্রান্ড নিউ হেল” বইটি মায়ের জন্য উৎসর্গ করতে চাই।
তিনি জানান, যারা বই প্রেমিক আছেন বা যারা বই ভালোবাসেন তারা আমার বইটি সংগ্রহ করতে পারবেন বইমেলায় ‘আফসার ব্রাদার্স’র স্টল নং ৫৩৬ ও ৫৩৯। এছাড়া রকমারি ডটকম থেকে চাইলেও সংগ্রহ করতে পারবেন।
এবারের বইমেলায় মানুষের আগ্রহ বাড়ছে। আশা করা যাচ্ছে বাড়তে পারে বেচা-কেনা।