ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক মিয়া (৩৬) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

গ্রেপ্তারের একদিন পর বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সরাইল-অরুয়াইল সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

এ ঘটনায় এসআই আলীম. এএসআই আমজাদ, কনস্টেবল নজরুল, ফারুক নামে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত মানিক মিয়া একজন ‘কুখ্যাত’ ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ৯টি মামলা রয়েছে। সে সরাইল উপজেলার রসুলপুর পূর্বপাড়া এলাকার মীর হোসেনের ছেলে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রূপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে সরাইল উপজেলার অরুয়াইল-পাকশিমুল ইউনিয়নের মাঝামাঝি স্থানের তিতাস নদী থেকে দেশীয় অস্ত্রসহ মানিককে গ্রেপ্তার করা হয়।

পরে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তার দেওয়া তথ্য মতে পুলিশ অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে সরাইল-অরুয়াইল সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা মানিকের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এ ঘটনায় মানিক গুলিবিদ্ধসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে মানিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পাইপগান ও মুখোশসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। তবে ঘটনার পরপর মানিকের সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।