ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমন রুমে ঢুকে কলেজছাত্রীকে চড় মারা সেই ‘বখাটে’ প্রীতমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার দিবাগত মধ্যরাতে পৌর শহরের রাধানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে কমন রুমে ঢুকে প্রীতম এক ছাত্রীকে চড় মারেন। এ সময় অন্য ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন আইনমন্ত্রী আনিসুল হক।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, কলেজে আসা-যাওয়ার পথে প্রথম বর্ষের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতেন রাধানগর ঘোষপাড়া গ্রামের রাশমোহন ঘোষের ছেলে প্রীতম ঘোষ (২৪)। শনিবার ওই ছাত্রী কলেজে গেলে দুপুরে প্রীতম তার খোঁজে কলেজে যান। একপর্যায়ে প্রীতম কমন রুমে প্রবেশ করে ওই ছাত্রীকে চড় মারেন এবং তাকে অ্যাসিড নিক্ষেপের ভয় দেখান। এ সময় অন্যরা এগিয়ে এলে প্রীতম পালিয়ে যান।
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় ওই দিনই কলেজছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে প্রীতমকে আসামি করে মামলা করেছেন। পরে রোববার মধ্যরাতে আমরা তাকে গ্রেপ্তার করেছি।’