ব্রাহ্মণবাড়িয়ায় শিলাবৃষ্টিতে উঠতি ফসলের ক্ষতি

জেলা প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে শিলাসহ ভারী বৃষ্টি হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে আকাশে কালো মেঘ জমে দমকা হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। এতে করে জেলার বিভিন্ন স্থানের উঠতি ফসলের ক্ষতি হয়েছে।
আধাঘণ্টাব্যাপী এই শিলাবৃষ্টির কারণে জেলার সদর, নাসিরনগর, সরাইলসহ বিভিন্ন স্থানে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর আগে বৃহস্পতিবারও জেলার বিজয়নগর ও নাসিরনগরে শিলাবৃষ্টি হয়। তাতেও ফসলের ক্ষতি হয়েছে বলে কৃষিবিভাগ জানিয়েছে।
জেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল হক মজুমদার বলেন, খবর পেয়েছি শিলাবৃষ্টিতে বিভিন্ন স্থানে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছি। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার তথ্য এখনো আমাদের কাছে পৌঁছেনি। তথ্য সংগ্রহের কাজ চলছে।